রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ রাবিপ্রবির নব নিযুক্ত উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস - পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরো ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারীর ঘটনাস্থরে মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। পিক আপে করে যাত্রীরা গুইমারা যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: শহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগে দুইজন নিহত হয়েছে। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশংকাজনক।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।