রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা: অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৩ লংগদুর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বান্দরবানে দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে সেনাবাহিনীর মতবিনিময় ১৬ বছর পর লংগদুতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পিত সংঘাত সৃষ্টিকারী পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি পিসিসিপি'র
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। হরতালের
সমর্থনে রাঙামাটি শহরে মিছিল করেছে
ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙামাটি
সরকারি কলেজ ছাত্রদলের সদস্য
সচিব মো:অলি আহাদের
নেতৃত্বে বিএনপির হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচী
পালন করা হয়।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কে কে
রায় সড়ক থেকে বিক্ষোভ
মিছিলটি শুরু করে রাঙামাটি
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ
করে রাজবাড়ী মিলের সমানে এসে
শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ ও আজ্ঞাবহ নির্বাচন
কমিশন বাতিল করে একটি
নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে
দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন
ধরনের শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম
সম্পাদক আবুল কালাম ছগির,
সাজ্জাদ হোসেন, শাওন মেহেদী
ও ইমাম মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, দপ্তর
সম্পাদক আব্দুল সালাম, সদর
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল
হাসান জুয়েল, হিন্দু ছাত্র
ফোরাম রাঙামাটি জেলার সভাপতি রাজন
রক্ষিত, নানিয়রচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক
হাসান মল্লিক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের
যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, নগর
ছাত্রদলের জয় খাঁন, জেলা
ছাত্রদল নেতা অনিমেষ রায়,
,পৌর সেচ্ছাসেবক দলের নেতা অনতোষ
দাশ অন্তু সহ ছাত্রদলের
বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।