শনিবার | ২৭ জুলাই, ২০২৪

নানিয়ারচরে উইভ প্রকল্পের সমাপনী ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৩ ১০:০৯:১৬ | আপডেটঃ ২৬ জুলাই, ২০২৪ ০৬:০০:৩৬  |  ৩৪৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৩ এবং আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ) প্রকল্পের কার্যক্রম সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উইভ সহিংসতামুক্ত মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুব কিশোরী মেয়েদের ক্ষমতায়ন নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে


মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে এই সমাপনী সভা দিবস পালিত হয়েছেঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান


উইভ এর নির্বাহী অফিসার নাইউ প্রু মারমার (মেরি) সভাপতিত্বে প্রকল্পের ট্রেইনার নিঝুম চাকমার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ হক রুমি, বগাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, প্রকল্প সমন্বয়কারী সুকান্ত চাকমা, প্রোগ্রাম মনিটরিং অফিনার মংচোয়াং অভি, এঅফিসার ওহিন সো রোয়াজা, কিশোর-কিশোরী অভিভাবকবৃন্দ।


প্রকল্পে বিভিন্ন কার্যক্রম প্রেজেন্টেশন করে প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা


উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওযারমেন্ট (উইভ) আয়োজনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সিমাভি সহযোগিতায় এবং ইউরোপিয়ানের অর্থায়নে পার্বত্য অঞ্চলে যুব-কিশোরী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনা করে অগ্রণী ভূমিকা রেখেছে প্রকল্পটি।  এর সুবিধাভোগী যুব নারীরা নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে

 

প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল এহসান খান বলেন, সরকার দেশের উন্নয়নের জন্য সব সময় কাজ করে থাকে। পাশাপাশি এনজিও সংস্থাগুলো প্রান্তিক পর্যায়ে কাজ করার সুযোগ থাকে। যদি এনজিও কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করে তাহলে প্রান্তিক এলাকায় উন্নয়ন হবে। নারী সুরক্ষা নারী ক্ষমতায়নের কাজ করায় প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান


এসময় উইভ' নির্বাহী পরিচালক নাউপ্রু বলেন, আমরা নারীদের স্বাস্থ্য প্রজনন, সমাজের নারীদের প্রতি কুসংস্কার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর দীর্ঘ ৫বছর কাজ করেছি।


তিনি বলেন, নারীদের সুরক্ষার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসা উচিত


উল্লেখ, উইভ পার্বত্য এলাকা নানিয়ারচর কাউখালি উপজেলায় নারী সুরক্ষা নারী ক্ষমতায়নের জন্য দীর্ঘ বছর প্রকল্পের কাজ করেছে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions