রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ রাবিপ্রবির নব নিযুক্ত উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি আসনের দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বিশাল শোডাউন বরণ করে নিয়েছে জেলা আ'লীগ। বিকেলে শহরের জিরোমাইল এলাকা থেকে ফুল দিয়ে শুভেচ্ছা নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করে শহরে প্রবেশ করেন।
শাপলা চত্ত্বর সংলগ্ন মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দলীয় নেতাকর্মীদে ঐক্যবদ্ধ থেকে জয় নিশ্চিতে কাজ করার আহবান। এলাকার জনগনের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এর আগে ঢাকা থেকে ফেরার পথে রামগড়, মাটিরাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা পথে পথে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।