মঙ্গলবার | ২১ জানুয়ারী, ২০২৫

খাগড়াছড়ি আসনের দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা-কে জেলা আ'লীগের বরণ

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৩ ০৫:২০:৫৩ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৬:৫২:২৫  |  ৬৬৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি আসনের দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বিশাল শোডাউন বরণ করে নিয়েছে জেলা 'লীগ। বিকেলে শহরের জিরোমাইল এলাকা থেকে ফুল দিয়ে শুভেচ্ছা নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করে শহরে প্রবেশ করেন।

 

শাপলা চত্ত্বর সংলগ্ন মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দলীয় নেতাকর্মীদে ঐক্যবদ্ধ থেকে জয় নিশ্চিতে কাজ করার আহবান। এলাকার জনগনের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

এর আগে ঢাকা থেকে ফেরার পথে রামগড়, মাটিরাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা পথে পথে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions