পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি । রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় রাঙামাটির ৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামীলীগ কর্তৃক রাঙামাটির বর্তমান সাংসদ দীপংকর তালুকদারকে পুনরায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর রবিবার জেলার নেতাকর্মীরা আনন্দ উচ্ছাসে ফেটে পড়ে এবং সন্ধ্যায় বনরুপা হতে আওয়ামীলীগ ও সহযোগি নেতৃবৃন্দের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের বনরুপা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কোর্ট বিল্ডিংসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে বনরুপা আলিফ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, সদস্য মো: আবু তৈয়ব, ঝিনুক ত্রিপুরা, পৌর আওয়ামীলীগ সভাপতি মো: সোলায়মান চৌধুরী, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, সুজন বড়ুয়া, সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিল জামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরিদুল আলম ফরিদ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।