বুধবার | ১১ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে নিখোঁজ কাঠ ব্যবসায়ীর সন্ধানের দাবিতে বিক্ষোভ

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৩ ০৬:১২:২০ | আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮:১৪  |  ৫৪৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নিখোঁজ কাঠ ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম রাসেলের সন্ধানের দাবিতে ফের বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। একইসাথে তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে বিক্ষোভ থেকে।

 

বেলা সাড়ে ১০ টায় শহরের শাপলা চত্বর এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার ব্যানারে কর্মসুচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নিখোঁজ রাসেলের স্বজন, এলাকাসীরাও অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের সামনে অবস্থান করে ঘন্টাব্যাপী ধরে বিক্ষোভ করেন।

 

সময় বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর সশস্ত্র কর্মকান্ড, বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম খুনের কারনে সাধারণ মানুষ অতিষ্ঠ। নিখোঁজ শফিকুল ইসলাম রাসেলকে চাঁদাবাজি সাম্প্রদায়িক কারনে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে রাসেলকে মুক্তিসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। গত ০৯ নভেম্বর গাছের বাগান দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হন রাসেল। দীঘিনালা উপজেলার মাইল এলাকায় যাওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি তার

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions