শনিবার | ২৭ জুলাই, ২০২৪

সাহসীকতায় সম্মাননা পেলেন মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কমল

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২৩ ০৯:২৭:৫২ | আপডেটঃ ২৭ জুলাই, ২০২৪ ১২:৫৯:৫২  |  ৭৫২

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমলকে জনকল্যাণমূলক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থাকায় এবং সাহসীকতায় সম্মাননা দেওয়া হয়েছে

 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মাইনীমূখ আর্মি ক্যাম্পে আয়োজিত আলোচনা সভা প্রীতিভোজ অনুষ্ঠান শেষে তাকে জোনের উপ অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের সম্মাননা স্মারক তুলে দেন

 

এসময় অতিথি হিসেবে ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম  উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু জোনের মেজর খালেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম জেলা পরিষদ সদস্য আসমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন

 

কাজের স্বীকৃতি পাওয়ায় অনুভূতি জানতে চাইলে চেয়ারম্যান কামাল হোসেন কমল বলেন, চাওয়া পাওয়ার হিসেব করে কখনো জনসেবা করা সম্ভব নয়। মানুষ হিসেবে মানুষের বিপদে আপদে, দুঃখে কষ্টে পাশে দাড়াতে পারাটাই স্বার্থকতা। সবসময়ই সাধারণ মানুষের হয়ে কাজ করে যেতে চাই। তবে আমার জনকল্যাণমূলক কাজের আজকের মূল্যায়ন আমাকে আত্মবিশ্বাসের সাথে আরো বহুদূর এগিয়ে নিতে নেতিবাচক প্রভাব ফেলবে

 

প্রসঙ্গত, মাইনী নদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোট থেকে পড়ে নিখোঁজ সামাদুলের মরদেহ উদ্ধার করা সহ মাইনী বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অক্লান্ত সাহসী ভূমিকার জন্য লংগদু সেনা জোনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions