রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ রাবিপ্রবির নব নিযুক্ত উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক ধর্মসিং চাকমা এক যৌথ বিবৃতিতে আজ ১৩ এপ্রিল শুক্রবার বৈসাবি উৎসবের দিন জেএসএস সংস্কারবাদী কর্তৃক মুলায়ন চাকমা নামে ২০ বছরের এক যুবককে অপহরণের তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ সকাল সোয়া দশটার দিকে তাকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন বঙ্গলতলি ইউনিয়নের ঝগড়াবিল গ্রামের নিজ বাড়ি থেকে বন্দুকের মুখে অপহরণ করা হয় বলে তারা অভিযোগ করেন।
মুলায়ন চাকমা ঢাকায় একটি ফ্যাক্টরীতে চাকরি করেন। পরিবারের সাথে বিঝু উৎসবে অংশ নিতে তিনি বাড়ি এসেছিলেন বলে তারা জানান।
উক্ত দুই নেতা বলেন, ‘জেএসএস সংস্কারবাদী গ্রুপের চার কুচক্রী তাতিন্দ্র লাল চাকমা ওরফে পেলে, শক্তিমান চাকমা, সুদর্শন চাকমা ও অংশুমান চাকমা তাদের পুরো পার্টিকে কব্জা করে জাতিবিরোধী ধ্বংসাত্ত¥ক খেলায় মেতে উঠেছে। তারা একটি কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর এজেন্ট হয়ে নব্য মুখোশ বাহিনীকে সন্ত্রাসী কর্মকান্ডে মদদ ও আশ্রয় প্রশয় দিচ্ছে। হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে জিম্মি করে রাখতে তাদেরকে সহায়তা করছে।’
তারা আরো বলেন, ‘সংস্কারবাদীরা জনগণের অধিকারের পক্ষে, নারী নির্যাতন, ভূমি বেদখল ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন করা দূরের কথা, মুখে একটি কথাও উচ্চারণ করে না, কিন্তু বিনা কারণে নিজ ভাইয়ের বুকে গুলি চালাতে তাদের হাত এতটুকুও কাঁপে না।’
সচল চাকমা ও ধর্মসিং চাকমা সংস্কারবাদীদেরকে রাজাকারের ভূমিকা ত্যাগ করে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।