মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে দূর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত

প্রকাশঃ ০৭ অক্টোবর, ২০১৮ ০২:৩২:৩২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:১২:৪৬  |  ১৫০৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় দূর্বৃত্তের গুলিতে মঞ্জু চাকমা(৪৭) নামে এক জেএসএস(এমএন) কর্মী নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৭টায় দীঘিনালার মেরুং ইউনিয়নের শিমুলতলী এলাকায় দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত মঞ্জু চাকমা জেএসএস-এমএন লারমা সমর্থিত যুব সমিতির সক্রিয় কর্মী। সে দীঘিনালার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব জানান, দূর্বৃত্তের গুলিতে এক জেএসএস এক কর্মী নিহত হয়েছে। রাতে শিমুলতলী এলাকার একটি চায়ের দোকানের সামনে একদল দূর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

জেএসএস এমএন লারমা গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুধাকর ত্রিপুরা নিহত মঞ্জু চাকমাকে নিজেদের কর্মী দাবি করে এঘটনার জন্য ইউপিডিএফ(প্রসিত গ্রুপ) কে দায়ী করেছে।

তবে এবিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছে ইউপিডিএফ(প্রসিত) মুখপাত্র নিরন চাকমা।   

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions