বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে বিডি ক্লিনের অভিষেক

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০১৮ ১২:৫২:৫৩ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ০২:৫৪:৪৯  |  ৭৯৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই শ্লোগানকে সামনে নিয়ে রাঙামাটিতে ৫৩ তম জেলা হিসেবে যাত্রা শুরু করলো ‘বিডি ক্লিন’ সংগঠন। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বিডি ক্লিন রাঙামাটি জেলা শাখা।

অনুষ্ঠানে বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আদিল আহমেদ কবিরের সভাপতিত্বে অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিশু দে, বিডি ক্লিন চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক ফরহাদ জহীর, সদস্য মুহিদ। এতে বিডি ক্লিন রাঙামাটি জেলার সদস্য মো: কুতুব উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিডি ক্লিন রাঙামাটি জেলার সদস্য সাগর ধর।

এতে বক্তারা বলেন, আগে নিজেকে সচেতন হতে হবে তারপর সুন্দর পরিচ্ছন্ন রাঙামাটি গড়তে অন্যকে সচেতন করতে হবে। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে শুধু রাঙামাটি নয়, পুরো বাংলাদেশ বিশ্বের কাছে পরিচ্ছন্ন দেশ হিসেবে মডেল হয়ে উঠবে। যেভাবে দেশপ্রেমকে পুঁজি করে তরুণ সমাজ দেশ গড়ার কাজে এগিয়ে আসছে এতে সকল কাজই সম্ভব বলে বক্তারা মন্তব্য করেন।

আলোচনা শেষে পরিচ্ছন্ন দেশ গড়তে বিডি ক্লিনের শপথ পাঠ করান রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions