সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (২২ মার্চ) রাতে বান্দরবান সদর উপজেলার পাখির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মো.নজির হোসেন ওরফে রিপন (৪৩) বান্দরবান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে। অপরজন কাইথাং খুমী (৬০) থানচি উপজেলার তিন্দু কোঅংপাড়া এলাকার আংটিলি খুমীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-১৫, কক্সবাজার সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে পাখির মোড় এলাকায় অভিযান চালায়, এসময় হোটেল প্যারাডাইসের সামনে থেকে ১০হাজার ইয়াবাসহ নজির ও কাইথাং খুমীকে আটক করা হয়। পরে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে র্যাব, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।