প্রধানমন্ত্রীই পাহাড়ের প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি রাঙামাটি শহরের টিন্ডটি এলাকা থেকে গ্যাসের গুদাম অপসারণের দাবি রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটি ক্লাষ্টারের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি পালন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশে ন্যায় পাহাড়ী জনপদ রাঙামাটির বাঘাইছড়িতেও হতদরিদ্র ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ সহনীয় ঘর ও দুইশত জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
২২ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার পাহাড়ি ও বাঙ্গালী ৮০ জন উপকার ভোগী পরিবারের মাঝে ঘর ও জমির প্রয়োজনীয় দলিল হস্তান্তর করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ঘরের সবকিছু বুঝে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সকলেই। বাঘাইছড়ি উপজেলায় এ পর্যন্ত ৩৩০ টি ঘর হস্তান্তর করা হয়েছে।