শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাবিপ্রবির কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল ও মো: রফিক

প্রকাশঃ ০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৬:৪৯ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৪:৪৭:৫৬  |  ৪৪৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ কামাল হোসেন এবং মো: রফিকুল ইসলাম


আজ ফেব্রুয়ারি  রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  উৎসাহ উদ্দীপনার মধ্যে দুপুর ২ টা  হতে বিকাল ৪টা পর্যন্ত কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতিতে সভাপতি পদে মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম নির্বাচিত হন এছাড়া রাবিপ্রবি' কর্মচারী কল্যাণ সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি বর্ণা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যানভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মাল্য চাকমা, দপ্তর সম্পাদক চচিং মং মারমা, প্রচার প্রকাশনা সম্পাদক ভুষেণ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং সদস্য হিসেবে চহ্লাপ্রু মারমা, হ্লাচাই মারমা এবং মোঃ আফছার আলী


নির্বাচিত কার্যনির্বাহী সমিতি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন রাবিপ্রবি  ভাইস চ্যান্সেলর প্রফেসর . সেলিনা আখতার প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর . কাঞ্চন চাকমা তারা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ নিয়মতান্ত্রিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন নির্বাচিত সদস্যবৃন্দকে  ভাইস চ্যান্সেলর প্রফেসর . সেলিনা আখতার অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান


এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর .কাঞ্চন চাকমা বলেন, জয় পরাজয় সব নির্বাচনে থাকবে এতে হতাশ না হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সহমর্মী হয়ে কাজ করার আহবান জানান নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, প্রক্টর, রেজিস্ট্রার সহ উপস্থিত সকল শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন


রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ প্রধান নির্বাচন কমিশনার, রাবিপ্রবির প্রক্টর শিক্ষক সমিতির সভাপতি জনাব জুয়েল সিকদার নির্বাচন কমিশনার ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক .নিখিল চাকমা এবং সেতু চাকমা, সহকারী রেজিস্ট্রার (এস্টেট) নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর . সেলিনা আখতার কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত থেকে নির্বাচনে অংশ গ্রহণকারী সদস্যকে শুভেচ্ছা অভিনন্দন জানান



এসময় রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর .কাঞ্চন চাকমা, রাবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, ২০২০ সালের রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এটি সমিতির ২য় নির্বাচন নির্বাচিত কমিটি আগামী ২০২৪ সাল পর্যন্ত কার্যকরী থাকবে

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions