শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৫৯:২৮ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৭:৩৮:৩০  |  ৩৬৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়াচরে শুক্রবার ভোর রাতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত ইউপিডিএফের দুই কর্মী আর্কষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি সুমন্ত  (৩৫) রাতে থাকার জন্য নানিয়াচরের বেতছড়ি এলাকার রাম সুপারি পাড়ার সুমতি চাকমার বাসায় যায়। ভোর রাত ৩টার দিকে প্রতিপক্ষের লোকজন খবর পেয়ে ওই বাসা ঘিরে রেখে তাদের ঘুম থেকে তুলে পর পর কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ইউপিডিএফ এর রাঙামাটি সংগঠক সচল চাকমা অভিযোগ করেন, প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সংস্কারপর্ন্থীরা ইউপিডিএফের নেতা কর্মীদের খুন করছে। এই হত্যাকান্ডের সাথে দুই সংস্কার পন্থীরা জড়িত। অবিলম্বে তিনি হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

নানিয়াচর থানার ওসি আব্দুল লতিফ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions