পাহাড়ে সেনাদের ছেড়ে আসা ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানে পালিটোল ভবণ নির্মাণ কাজের উদ্বোধন খাগড়াছড়িতে বেসরকারী ১৫ লাইব্রেরীকে বই প্রদান অস্ত্রবাজী, রক্ত ঝরানোর প্রতিযোগিতা কখনো শান্তি বয়ে আনতে পারে না : দীপংকর তালুকদার এমপি বান্দরবানে এলজিইডি’র বাস্তবায়নে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার লংগদুতে আটক বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থার ৭ সংগঠক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার তাদের পক্ষে জামিন আবেদন করলে বিকালে তা মঞ্জুর করেছেন রাঙামাটি জেলা জজ আদালতের যুগ্ম জজ আজিজুল হক। একই সঙ্গে ২২ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য্য করেন আদালত। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও লংগদু থানার সহকারী পুলিশ পরিদর্শক মহিউল ইসলাম জানান, ২৬ মার্চ সকালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় লংগদুর মুসলিম ব্লক এলাকার জনৈক ওসমান গণি মাস্টাারের বাসা থেকে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থার ৭ সংগঠককে আটক করে পুলিশ। পরে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে চালান দেয়া হয়। পরে তাদের দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ।
জামিন প্রাপ্তরা হলেন, মোছা. শাহনাজ আক্তার (২৭), মোছা. নাছিমা বেগম (৩০), মোছা. মাহমুদা বেগম (১৯), মোছা. মিসকাতুল জান্নাত (২১), মোছা. সাদিয়া আক্তার (২৫), মোছা. তাহমিনা ফাতিমা (২৪) ও মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮)।