শনিবার | ০৩ জুন, ২০২৩

খাগড়াছড়ির ৫৮টি পূজা মন্ডপে জেলা পরিষদের ১০ লক্ষ টাকা অনুদান

প্রকাশঃ ০৩ অক্টোবর, ২০২২ ০৪:৫৭:১৭ | আপডেটঃ ০৩ জুন, ২০২৩ ০১:২৯:৪১  |  ৪০৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা পরিষদ প্রতিবারের মতো এবারও মন্ডপ প্রতি ১০ (দশ) হাজার টাকা এবং পুরোহিতের পরিচ্ছদ বাবদ আরো (দুই) হাজার টাকাসহ ১২ (বারো) হাজার টাকাসহ মোট ১০ (দশ) লক্ষ টাকা অনুদান প্রদান করেছে

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী  সশরীরে প্রতিটি পূজা মন্ডপে সরেজমিনে গিয়ে এই অনুদান প্রদান করছেন


জেলা পরিষদের জনসংযোগ অফিসার চিংলামং চৌধুরী জানান, করোনাসহ নানা অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও পরিষদ জেলার সনাতনী হিন্দু ত্রিপুরা জনগোষ্ঠির প্রধানতম ধর্মীয় উৎসবশারদীয়া দুর্গাপূজা আনন্দকে ছড়িয়ে দিতে সামর্থ্য অনুযায়ী ৫৮টি মন্দিরে সমভাবে বরাদ্দ দিয়েছে। জেলাশহর এবং উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কোন কোন মন্দিরে চেয়ারম্যান মহোদয় ব্যক্তিগতভাবেও সহায়তা প্রদান করেছেন

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions