শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষকের সম্মাননা পেলেন দুলাল হোসেন

প্রকাশঃ ২৮ জুন, ২০২২ ১২:১৫:১৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০২:৩৬:১৫  |  ৯১২

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ দুলাল হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হন

 

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের পুরস্কার বিতরণ, সম্মাননা সনপত্র প্রদান করা হয়

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু সাঈদ জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা

 

পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন শ্রেষ্ঠ স্কাউট মোঃ গোলাম মোর্শেদ, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক লাকী চাকমা, শ্রেষ্ঠ রোভার তিষ্য চাকমা, শ্রেষ্ঠ গার্লস গাইড প্রথমা ত্রিপুরা, শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক মোসাম্মৎ শাহনেওয়াজ মাওলা

 

শ্রেষ্ঠ গ্রুপ হিসেবে পুরস্কার পেয়েছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রেঞ্জার গ্রুপ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় গার্লস গাইড গ্রুপ

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions