বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
বান্দরবানে

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আতশবাজি প্রজ্জলন ও সাংস্কৃতিক আয়োজন

প্রকাশঃ ২৬ জুন, ২০২২ ০৭:৫৯:৩০ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ১২:৫৭:০০  |  ৬৫৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজনে মুখর ছিল বান্দরবান। উদ্বোধন উপলক্ষে ২৫ জুন (শনিবার) সন্ধ্যায় বান্দরবান রাজারমাঠে জেলা আওয়ামীলীগের আয়োজনে ফানুসবাতি উড়িয়ে ও আতসবাজি প্রদর্শনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলা হয়। এসময় ফানুসবাতি আর আতসবাজি প্রদর্শন এ যোগ দেয় অসংখ্য মানুষ।

পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসময় জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক শিল্পীরা বিভিন্ন সংগীত,নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকের  মাতিয়ে তুলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটিসহ জেলা প্রশাসন ও সরকারী বেসরকারী কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions