শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

দীঘিনালায় খাদ্য সহায়তা পেলো মৎস্যজীবীরা

প্রকাশঃ ২২ জুন, ২০২২ ০৮:১১:২২ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৩:০৮:১৬  |  ৫৭৩

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার দীঘিনালায় নয়শতাধিক মৎস্যজীবীদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। উপজেলার মেরুং ইউনিয়নের মৎস্য পেশার সাথে সম্পৃক্ত সকলকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধকরণের সময়কালে মৎস্য আইন প্রতিপালন বিষয়ে মৎস্যচাষী মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভাও অনুষ্ঠিত হয়

 

বুধবার (২২ জুন) সকালে মেরুং ইউনিয়ন পরিষদ কার্যলয়ে উদ্বুদ্ধকরণ সভায় ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম। 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা প্রমূখ

 

এসময় মেরুং ইউনিয়নের ' ২৯ জন মৎস্যচাষী মৎস্যজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions