শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

নানিয়ারচরে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০১৮ ০৫:২৫:৪৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:৩৮:৫২  |  ৯৩৮
সিএইচটি টুডে ডট কম, নানিয়াচর (রাঙামাটি)। সারা দেশের মত আজ নানিয়ারচর উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত  হয়েছে  জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায়  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কোয়ালিটি চাকমা,ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা সহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা উপুস্থিত ছিলেন।
এসময় আরো উপুস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ। এরপর এক শোক সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের আয়োজিত কর্মসূচিতেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
তারপরই শোক সভায় অংশ নেয় সংগঠনের  নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ত্রিদীব কান্তি দাশ।
সভার সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ধনা দে।
এতে আরো উপুস্থিত ছিলেন,সহ-সভাপতি বাবুল কর্মকার,আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব,যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত,যুবলীগের সাধারন সম্পাদক ঝিল্লোল মজুমদার, শ্রমিকলীগের সাধারন সম্পাদক রিপন তালুকদার,ছাত্রলীগের সভাপতি জুয়েল বড়ুয়া,ছাত্রলীগের সাধারন সম্পাদক রিপন দাশ,সাংগঠনিক সম্পাদক আনসার আলী সহ সকল সহযোগী সংগঠনের ওয়ার্ড ও ইউনিয়ন,উপজেলার নেতৃবৃন্দ।
সভয় শোককে শক্তিতে রুপান্তর করে,আগামী সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনে দীপংকর তালুকদারকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান জানানো হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions