শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে

সাংবাদিকদের সাথে সনাক’র মতবিনিময়

প্রকাশঃ ১৩ অগাস্ট, ২০১৮ ০৮:৫৩:২১ | আপডেটঃ ০৫ এপ্রিল, ২০২৪ ০৭:২৮:৫০  |  ৮২৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় টিআইবি’র সচেতন নাগরিক কমিটি-সনাক’র আয়োজনে খাগড়াছড়ি সদরের স্লুইচগেইট এলাকার কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন সনাক সদস্য প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম।
বক্তারা বলেন, সরকারের একার পক্ষে শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। জনসচেতনতা ও মূল্যবোধের জায়গা থেকে যদি আমরা যে যার কাজ করি তাহলে দুর্নীতি প্রতিরোধ ও সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions