বান্দরবানের ৬ ব্যবসায়ী সেরা করদাতার সম্মাননা পেলো

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০২১ ০৯:০০:০৫ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১১:২৪:৪২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলা থেকে সেরা করদাতার সম্মাননা পেল ৬জন ব্যবসায়ী। তারা হলেন ১) বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ,(২) মোহাম্মদ নুরুল আবছার (৩) মো.আলী (৪) রাজু বড়ুয়া (৫) হুরে জান্নাত হুরাইন (৬) সায়েদ মো.জুয়েল।

এদের মধ্যে প্রথমবারের মত সেরা করদাতার স্মারক পেয়েছে বান্দরবানের তরুণ ব্যবসায়ী ও ঠিকাদার রাজু বড়–য়া,সায়েদ মো.জুয়েল আর নারী উদ্যোক্তা হিসেবে সেরা করদাতা হুরে জান্নাত হুরাইন।

বুধবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনুষ্ঠানে করদাতার সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারের ৪২জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিন। সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহবুবুল আলম।

এসময় স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন কর কমিশনার একেএম হাসানুজ্জামান,কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল ৩) মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার সিএমসিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী, কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহসহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবানের ৬জনকে সেরা করদাতাকে সম্মাননা স্মারক হাতে তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহবুবুল আলম।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions