রাঙামাটিতে মন্ত্রীপরিষদ বিভাগের কর্মকর্তাদের ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স শুরু

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২১ ০৭:২৮:৪৭ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ১১:০১:২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মন্ত্রীপরিষদ বিভাগের ১০তম গ্রেডের কর্মকর্তাদের ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে মন্ত্রীপরিষদ বিভাগের আয়োজনে ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সঞ্জীবনী প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সাফল্য কামনা করে রাষ্ট্রের কল্যাণে সকলকে কাজ করে যাওয়ার আহব্বান জানান।

রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান, মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

মন্ত্রীপরিষদ বিভাগের কর্মকর্তাদের ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণে ২৮জন কর্মকর্তা অংশগ্রহন করেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions