খাগড়াছড়িতে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২১ ০৭:৪১:১৮ | আপডেটঃ ০৩ মে, ২০২৪ ০৫:১৯:১০
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় খাগড়াছড়িতে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনের হলরুমে এই কর্মশালার আয়োজন করে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম।

কর্মশালায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা আব্দুল গনি মজুমদার'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের সহকারী পরিচালক এ কে এম মহসিন।

আয়োজিত কর্মশালায় জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা কারাগার, জেলা তথ্য অফিস, জেলা কর্মসংস্থান অফিস, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ সহ ২৫ জন অংশ নেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions