পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৫৪:৪২ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০১:৪১:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “অন্তর্ভূক্তিমুলক প্রবৃদ্ধিতে পর্যটন” এই শ্লোগানে রাঙামাটিতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খোকন্বেশর ত্রিপুরা।  এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া সহ পর্যটন সংশ্লিষ্টরা।

এসময় বক্তারা বলেন, পর্যটন শিল্পকে বিকশিত করতে এবং রাঙামাটিতে পর্যটক ধরে রাখতে সরকারি বেসরকারি সবাইকে এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণ ছাড়া পর্যটন বিকশিত হতে পারবে না। স্থানীয়দের সম্পৃক্ত করে রাঙামাটির পাহাড় লেককে কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব , এসব করতে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করতে হবে।

সভায় রাঙামাটির হোটেল মোটেল মালিক, বেসরকারী উদ্যোক্তা, বোট মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions