কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশনে দুর্গম এলাকায় রেড ক্রিসেন্ট

প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০১:২৬:২৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:৪৬:০৬

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)।খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন দুর্গম নৌকাছড়া কমিউনিটিতে বিনামূল্যে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন টিকা কার্ড প্রিন্ট কার্যক্রম বাস্তবায়ন করছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম বাস্তবায়ন করছে

 

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নৌকাছড়া পাড়ায় এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা। বেলা ৩টা পর্যন্ত চলে এই কার্যক্রম

 

নৌকাছড়া পাড়ার কালা শোভা চাকমা (৬৫) বলেন, 'উপজেলা সদর অনেক দূরে হওয়ায় আমরা টিকার রেজিস্ট্রেশন করতে পারছিলাম না। রেড ক্রিসেন্ট আমাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেয়ায় উপকৃত হচ্ছি।'

 

একই পাড়ার সংগ্রাম বিজয় চাকমা (৭৫) বলেন, 'রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় জানতামনা। রেড ক্রিসেন্ট সদস্যরা আমাদের পাড়ায় এসে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড বের করে দিচ্ছে।'

 

নৌকাছড়া কমিউনিটির কার্বারী ত্রিশংকর চাকমা বলেন, 'রেড ক্রিসেন্ট থেকে আমরা এর আগেও নগদ অনুদান পেয়েছি। আমাদের গ্রামে উন্নয়নমূলক কাজ করছে। এখন টিকার রেজিস্ট্রেশন করিয়ে দেয়ায় পাড়ার সকলে উপকৃত হলো

 

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাঠ সংগঠক মোঃ দিদারুল আলম (রাফি) জানান, ' দুর্গম এলাকায় লোকজন টিকার রেজিস্ট্রেশন করতে পারছেনা বিধায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যৌথ উদ্যোগে খাগড়াছড়িতে আমরা টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছি। ইতমধ্যে খাগড়াছড়ি, দীঘিনালা সহ তিন শতাধিক মানুষকে রেজিস্ট্রেশন করিয়ে টিকার কার্ড দিতে সক্ষম হয়েছি এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।'

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions