ব্রীজ ভেঙে বান্দরবানের দুই উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশঃ ০২ অগাস্ট, ২০১৮ ১২:৫৮:২৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৫:২৮:২৮
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। বেইলি ব্রীজ ভেঙে বান্দরবানের সাথে রুমা ও থানছি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কের ১১ মাইল এলাকায় বুধবার সকালে প্রবল বর্ষণের সময় ব্রিজটি ভেঙে পড়ে। ফলে সকাল থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহম্মদ জানান, সড়কটি সেনাবাহিনীর ২০ প্রকৌশল বিভাগ সংস্কার করছে। সকালে প্রবল বর্ষণের সময় বেইলি ব্রিজটি ডেবে যায়, তবে সড়কটি চালু করতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

রুমা সড়কের যাত্রীবাহী বাস পরিবহনের লাইনম্যান মিলন দাশ জানান, সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে,লোকজন পায়ে হেঁটে চলাচল করছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বর্ষণে এমনিতেই বেইলি ব্রিজগুলো দুর্বল হয়ে পড়েছিল,ভারী যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়ে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions