এম এন লারমা ছিলেন জুম্ম জনগণের অবিসংবাদিত নেতা

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০১:৪৬:২৯ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১০:৫৬:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন জুম্ম জনগণের অবিসংবাদিত নেতা, তার নেতৃত্বে পাহাড়ের জুম্ম জনগণ আত্ননিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছিলেন। তিনি জাতীয় সংসদে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্ব প্রথম অগ্রণী ভুমিকা পালন করেন।

রাঙামাটিতে এমএনলারমার ৮২তম জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। সকালে  এমএন লারমা স্মৃতি পাঠাগার, বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও এমএন মেমোরিয়াল ফউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। 


বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল এর সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা।

এতে বক্তারা আরো বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার আন্দোলনের ফলে সরকার সন্তু লারমার সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিলো, কিন্তু চুক্তি স্বাক্ষরের ২৪ বছরে শান্তি চুক্তি বাস্তবায়ন করেনি সরকার।

বক্তারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে এমএন লারমার আর্দশকে লালন করে এগিয়ে আসার আহবান জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions