উচ্ছ্বাসে রাঙামাটির শিক্ষার্থীরা

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৪৪:৩৯ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ১০:৫৪:১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফেরায় উচ্ছ্বাসে রাঙামাটির শিক্ষার্থীরা। প্রাণ ফিরে এখন মুখরিত রাঙামাটির শিক্ষাঙ্গণ। খুলেছে সদরসহ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। হয়েছে আগের মতো স্বাভাবিক। রোববার প্রাণের উচ্ছ্বাসে নিজেদের শ্রেণিকক্ষে হাজির হয়ে পাঠগ্রহণ করে শিক্ষার্থীরা।

রাঙামাটি সরকারি কলেজ, কারিগরি শিক্ষা কেন্দ্র, রাঙামাটি মহিলা কলেজ, রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চবিদ্যালয়, গার্লস হাইস্কুল, পাবলিক কলেজ, মুজাদ্দেদ-ই আলফেসানি উচ্চবিদ্যালয়, শাহ উচ্চবিদ্যালয়, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর শিক্ষাঙ্গণ। উচ্ছ্বাসে শ্রেণী কার্যক্রমে হাজির শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে বসানো হয়েছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ প্রায় দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরে খুব ভালো লাগছে তাদের। তারা আনন্দে-উদ্বেলিত। সকালে হাত ধুয়ে বিদ্যালয়ে ঢুকানো হয়েছে তাদেরকে। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে বসতে দেওয়া হয়েছে। তবে  প্রথম দিন শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারেনি।

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়–য়া বলেন, যারা ২০২১ ও ২০২২ সালের পরীক্ষার্থী তাদের পাঠদান চলছে। এতদিন অনলাইনে পাঠদান চলছিল। এখন থেকে কলেজে আগের মতোই স্বাভাবিকভাবে শ্রেণী কার্যক্রম চলবে।

রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক বলেন, ঠিক সকাল ৯টা ১৫ মিনিটে পাঠদান শুরু করেছি। আগে দুই সেশনে পাঠদান চলত। এখন সামাজিক দূরত্ব নিশ্চিতে তিন সেশনে শ্রেনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দিন উপস্থিতি কিছুটা কম।

জেলার বরকল উপজেলার ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চাকমা বলেন, প্রথম দিন তার বিদ্যালয়ে ৮০ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি ছিল। পরবর্তীতে পর্যায়ক্রমে উপস্থিতির সংখ্যা বাড়বে বলে আশা রাখছি।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, প্রথম দিন শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গিয়ে পরিদর্শন করেছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে।

জানা যায়, রাঙামাটি জেলায় বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মিলে মোট ৫২৪ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- ১৬টি কলেজ (২টি সরকারি), ৫১টি মাধ্যমিক বিদ্যালয় (সরকারি ৬টি), কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৭টি, মাদ্রাসা ১৫টি, নি¤œমাধ্যমিক বিদ্যালয় ২২টি এবং সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১১টি। এছাড়া রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজ।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions