কৃত্তিকা ত্রিপুরা হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০১৮ ০৮:৫১:৩২ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০৫:৪৪:৪৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত ২৮ জুলাই শনিবার খাগড়াছড়ির দিঘীনালার ৯ মাইল এলাকায় ৫ম শ্রেণী ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর   হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বুধবার সকালে  রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, মারমা স্টুডেন্ট কাউন্সিল, সম্মিলিত ছাত্রজোটসহ কয়েকটি সংগঠন।
মানববন্ধনে বক্তারা কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ  হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবী জানান।
এর আগে সকাল দশ টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে মানববন্ধন করে।

প্রসঙ্গত , গত ২৮ জুলাই শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির নিচের জঙ্গলে কৃত্তিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দিঘীনালা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কৃত্তিকার হত্যাকান্ডের ঘটনায় পুলিশ মো শাহ আলম (৩৩) মো নজরুল ওরফে ভান্ডারী (৩২) এবং মো. মনির হোসেন (৩৮) তিনজনকে আটক করেছে। আটককৃতরা দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions