নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশঃ ৩০ জুলাই, ২০১৮ ১২:৪৭:১১ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০২:২৮:৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা সদরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিকভাবে তৈরি করা তালিকা মতে ২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।  
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. তসলিম ইকবাল চৌধুরী জানিয়েছেন, প্রবল বর্ষজনিত কারণে সম্প্রতি নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় বন্যায় ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির ত্রাণভান্ডার থেকে বরাদ্দকৃত ত্রাণ থেকে ২০টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ভোজ্য তেল, চিনি এবং ডাল বিতরণ করা হয়েছে ত্রাণ হিসেবে। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মো.ইমরান মেম্বারসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions