টানা বৃষ্টিতে লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২১ ০৮:১২:৪৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:০১:০২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে বান্দরবানের লামা,আলীকদমের প্রধান সড়ক আর নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবার থেকে লামা-আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

বৃষ্টির কারণে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে আর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণস্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং এর পাশাপাশি অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

এদিকে মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে খেলার মাঠে বৃষ্টির জমে থাকা পানিতে সাতার কাটতে গিয়ে আশীষ বড়ুয়া (১৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গেল কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, নদীর পাশ্ববর্তী নিম্মাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় অনেকের বাড়ীতে পানি প্রবেশ করেছে। এদিকে টানা বৃস্টিতে জেলার বিভিন্নস্থানে পাহাড় ধসে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions