মানসিক রোগীর চিকিৎসায় দীঘিনালা জোনের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২১ ১২:৪২:১৩ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১১:২১:১০
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি দীঘিনালায় এক মানসিক রোগাক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অনুদান দিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার উপজেলার মধ্য বেতছড়ির বাসিন্দা আবুল কাশেমকে তার ছেলের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।

এসময় জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন বলেন, 'দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সহযোগিতায় কাজ করছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।'

নগদ অনুদান পেয়ে আবুল কাশেম জানান, 'এতদিন টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছিলাম না। এখন সেনাবাহিনী থেকে সহযোগিতা পাওয়ায় ছেলের চিকিৎসা ঠিকমতো করাতে পারবো।'

উল্লেখ্য, আবুল কাশেমের ছেলে মশিউর রহমান (১৯) গত ৭ মাস যাবৎ মানসিক রোগে ভুগছিল। অর্থাভাবে ছেলের চিকিৎসা করাতে না পারার বিষয়টি দীঘিনালা জোনের নজরে আসে। এরপর তাকে নগদ অর্থ সহায়তায় প্রদান করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions