করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২১ ০৮:৫৮:৪১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৪২:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে করোনার কারণে কর্মহারা শ্রমজীবী বিভিন্ন শ্রেণী-পেশার দেড় শততাধিক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সোমবার (২৬ জুলাই) বিকাল ৩টায় রাঙামাটি শিশু নিকেতন স্কুল মাঠ প্রাঙ্গণে এ দেড় শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই মানবিক সহায়তা।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, জেলা প্রশাসনের এনডিসি বোরহান উদ্দিন মিঠুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘করোনাসহ যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনাকালীন যাতে কোন গরীব, অসহায় দরিদ্রপীড়িত মানুষ অনাহারে না থাকেন সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উপহার প্রদান করা হচ্ছে।’

তিনি আরো বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে প্রায় দেড় শতাধিক পরিবারে। যেখানে প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ রয়েছেন। এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা দেওয়া হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions