কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২১ ০৯:৪৮:১৩ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১১:৫৪:৫৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম ভদন্ত আজ্ঞাধাম্মা থের( ৫৮)। তিনি ঐ  ইউনিয়নের ৫নং ওয়ার্ড  কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ।

সোমবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিহার এর পাশে এই ঘটনা ঘটে বলে জানান কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা। তিনি জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার হতে বের হলে বন্য হাতি তাঁকে আক্রমন করলে তিনি ঘটনাস্থলে মারা যান। আশেপাশে বাড়ী ঘর দূরে থাকায় সেই মূহুর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসতে পারেনি।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার বন্য হাতির আক্রমনে তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা করেছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions