রাঙামাটিতে আজ ৪০জন করোনা পজেটিভ

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২১ ০১:৪৯:২৭ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:০০:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ক্রমশ: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সদরের পাশাপাশি প্রত্যন্ত উপজেলাগুলোতেও বেড়েছে করোনা রোগী।  রাঙামাটি সদর  ও কাপ্তাই উপজেলায় তুলনায় আক্রান্তের সংখ্যা বেশী।

আজ শনিবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টিজিনায়  ১০৩জন নমুনা পরীক্ষা করেছেন  এরমধ্যে ৪০জনের পজেটিভ আসে। আক্রান্ত ৪০ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ৩৩জন, কাপ্তাই ৫জন এবং লংগদু উপজেলার ২জন বাসিন্দা রয়েছেন। সংক্রামণের হার ৩৮.৮৩% পার্সেন্ট। রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২,১৫৪ জন, সুস্থ্য হয়েছেন ১,৬৮৭ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ২০জন।

 রাঙামাটিতে এপর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৪,৪৮০ জন এরমধ্যে নেগেটিভ এসেছে ১২, ৩২৬ জনের।

রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, মানুষের অসর্তক চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৮,৩১৮জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১জন।  


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions