প্রায় ৪ মাস পর বিলাইছড়ি-রাঙামাটি সদরের মধ্যে সরাসরি লঞ্চ চলাচল শুরু

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২১ ০৭:১৪:৫১ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ১০:২৯:৩৭
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)।  প্রায় ৪ মাস পর স্বাভাবিক হলো বিলাইছড়ি হতে রাঙামাটির  জেলা সদরে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচলের সুবিধা। নৌ যোগাযোগ শুরু হয়েছে ফারুয়া ইউনিয়নের সঙ্গেও। কিছুটা হলেও স্বস্তি ফিরে পেলো ব্যবসায়ী, চাকরিজীবি থেকে শুরু করে বিলাইছড়ির সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। পূর্বের ন্যায় বেশী ভাড়া আর গুনতে হচ্ছে না যাত্রীদের।

এবিযয়ে লঞ্চের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে, তারা জানান, উপজেলাটি অত্যন্ত দূর্গম। জেলা সদর হতে ৬০ কিলোমিটার দূরে। পৌছঁতে সময়ও লাগে প্রায় ৩ ঘন্ট। চলাচলের একমাত্র সুবিধা হলো নৌপথ। তারা আরও জানান, পানি কমে গেলে বছরে প্রায় তিন- চার মাস  সরাসরি লঞ্চ চলাচল করতে পারে না। তাই বর্তমানে পানি কিছুটা  বৃদ্ধি পাওয়ায় যান চলাচলের একটু সুবিধা হয়েছে। এখন সরাসরি কমসময়ে পৌঁছে যাচ্ছি নিজ এলাকায়।

এবিষয়ে লঞ্চ চালক মো. শহীদ এর সঙ্গে কথা বললে তিনি জানান, শুকনো মৌসুমে আমাদের লঞ্চ এজবেন্ড পর্যন্ত যেতে পারতো। বর্তমানে পানি বৃদ্ধির ফলে এখন সরাসরি উপজেলা সদরে লঞ্চ পৌঁছে যাচ্ছে  এটা আমদের সুবিধা যাত্রীদেরও সুবিধা।

এবিষয়ে ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান বলেন,প্রতিবছর জানুয়ারী-ফেব্রুয়ারীতে পানি কমতে শুরু করে  জুন-জুলাই পর্যন্ত রাইংখ্যং নদীর পানি শুকনো অবস্থায় থাকে,  যায় ফলে চলাচলের দূর্ভোগ পোহাতে হয় উপজেলা মানুষের। জুলাই-আগস্টের মধ্যে আবার বৃদ্ধি পেলে নৌ-পথে চলাচলের  সুবিধা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions