রাঙামাটিতে নতুন করে ১৯জন করোনা পজেটিভ

প্রকাশঃ ০৬ জুলাই, ২০২১ ১১:৪৬:৫৯ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৯:৪৪:১৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ক্রমশ: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সদরের পাশাপাশি প্রত্যন্ত উপজেলাগুলোতেও বেড়েছে করোনা রোগী। 

আজ মঙ্গলবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৯৬জন নমুনা পরীক্ষা করেছেন  এরমধ্যে ১৯জনের পজেটিভ আসে। আক্রান্ত ১৯ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ১০জন, কাপ্তাই ৩জন, কাউখালী ২জন এবং বিলাইছড়ি ১জন, বাঘাইছড়ি ১জন, এবং লংগদু উপজেলার ২জন বাসিন্দা রয়েছেন। রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৮৪৭ জন, সুস্থ্য হয়েছেন ১,৫৯৭ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ১৯জন।

 রাঙামাটিতে এপর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৩,৪২৪ জন এরমধ্যে নেগেটিভ এসেছে ১১,৫৭৭ জনের।

রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, মানুষের অসর্তক চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৩,২১৪জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১জন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions