জুড়াছড়িতে গুলিতে নিহত গ্রাম প্রধানের লাশ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশঃ ১৪ জুন, ২০২১ ০৯:০৬:৩৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:৩৭:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার দুর্গম উপজেলা জুড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত জুরাছড়ির লুলংছড়ি গ্রমি প্রধান পাথর মনি চাকমার লাশ আজ সোমবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুরাছড়ি থেকে নিহতের লাশ দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়, ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে লেকে পানি না থাকায় বিকাল পৌনে ৬টা (এই রিপোর্ট লিখা পর্যন্ত)  পর্যন্ত  স্বজনরা লাশ নিয়ে বাড়ীতে পৌছাতে পারেনি। 

প্রসঙ্গত: গতকাল রোববার রাত ১০টার দিকে জুরাছড়ির লুলংছড়ি গ্রাম প্রধানকে তার বাসা থেকে ডেকে বাসার সামনেই ২জন মুখোশধারী সন্ত্রাসী গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জুড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি, পুলিশও কাউকে গ্রেফতার করতে পারেনি।

তবে ঘটনার সাথে কারা জড়িত জানা না গেলেও আইনশৃঙলাবাহিনীর ধারণা এলাকাটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের নিয়ন্ত্রণাধীন, এই ঘটনার সাথে তারা জড়িত থাকতে পারে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions