বান্দরবানে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশঃ ০৭ মে, ২০২১ ০২:২৯:২৬ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৭:৫৫:৩৫

সিএইচটি টুডে ডট কম, বান্দরবানবান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিং প্রু মারমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার বান্দরবানের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন  এক নারী।


আদালত মামলাটি আমলে নিয়ে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ মো: সাইফুর রহমান সিদ্দীক মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।


আদালত সূত্রে জানা গেছেভিকটিম এর স্বামী একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মামলার তদবিরের জন্যে গতবছরের ১৫ অক্টোবর রুপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাচিং প্রু মারমার বড় নুনারবিলের বাসায় যান ওই গৃহবধূ, এসময় সেখানে একা পেয়ে চেয়ারম্যান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এর আগে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান গৃহবধূকে নানাভাবে প্রলোভন দেখায় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়


আদালতের পেশকার মো. মাইনুল ইসলাম জানান, বিচারক মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমাদানের  নির্দেশ দিয়েছেন।


মামলার বিষয়ে অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মারমাকে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণের অভিযোগটি অস্বীকার করেন এবং ষড়যন্ত্রমূলক  মামলাটি দায়ের করা হয়ে বলে জানান

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions