বান্দরবান পৌর এলাকার অসহায়দের মাঝে ঈদুল-ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা বিতরণ

প্রকাশঃ ০৫ মে, ২০২১ ০৭:২৫:৪৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:০৫:৪৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান পৌর এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় (আর্থিক) সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৫ মে (বুধবার) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুঃস্থদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অনুষ্ঠানে পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহাম্মদ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,সচিব মোঃ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এসময় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ৬শত ২১টি পরিবারকে ৪শত ৫০টাকা করে এবং কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দুঃস্থ ও কর্মহীন ৪শত পরিবারকে
৫শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions