খাগড়াছড়িতে কর্মহীন ৫ শ্রমিক সংগঠনকে সাড়ে ৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২১ ০৭:৩২:২৭ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১২:১০:০৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। করোনারকালীন লক ডাউনের কারণে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কক্ষে খাগড়াছড়ির ৫টি শ্রমিক সংগঠনকে ৬ লাখ ৪৫ হাজার টাকার চেক প্রদান করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ সময় তিনি বলেন, লক ডাউনের সময় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসককে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়। সেই বরাদ্দকৃত টাকা থেকে এই সহায়তা প্রদান করা হলো।

এছাড়া খাগড়াছড়িতে বিভিন্ন ক্ষুদ্র দোকানী, সেলুন, হোটেল শ্রমিক, মুচিসহ বিভিন্ন কর্মহীনদের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রয়োজন হলে জেলা প্রশাসকের তহবিল থেকে সহায়তার হাত বাড়ানো হবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions