রাঙামাটিতে চলছে ৪র্থদিনের লকডাউন, ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২১ ০১:৫১:৫৫ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:৪২:০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সারাদেশের ন্যায় সাত দিনের সর্বাতœক লক ডাউনের চতৃর্থ দিন রাঙামাটিতে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। 

লক ডাউনের ৪র্থ দিনে রাঙামাটি শহরে কাঁচা বাজার, মুদির দোকান ও ঔষধের দোকান খোলা থাকলেও অন্যান্য সকল দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। শহরে জরুরী পরিবহন চলাচল ছাড়াও ব্যক্তিগত যানবাহন ও কিছু কিছু মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে অপ্রয়োজনে বের হওয়া লোকদের ফেরত পাঠাতে দেখা গেছে।

রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সকালে লকডাউনে সরকারি বিধিনিষেধ যথাযথ প্রতিপালন নিশ্চিতকরণে আজ শহরের বনরূপা,তবলছড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা  করে। এ সময়  সড়ক পরিবহন আইনে এবং সরকারি আদেশ অমান্য করায় ১১ টি মামলায় মোট ৪৩০০ টাকা  অর্থদন্ড প্রদান করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions