খাগড়াছড়িতে লক ডাউন এর মধ্যে মায়ের শ্রাদ্ধ করলেন সাংসদ, হাজারো মানুষের ভিড়

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২১ ০১:৫০:৫২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:১৬:৫৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা কঠোর লক ডাউনের মধ্যে মায়ের শ্রাদ্ধের আয়োজন করেছেন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দীঘিনালা উপজেলার মায়াপা পাড়ার গ্রামের নিজ বাগানে মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রাদ্ধ ক্রিয়ার আয়োজন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে এতো দিন পুলিশ মানুষজকে ঘর থেকে বের হতে দেয়নি সেখানে পুলিশের উপস্থিতিতে এমন আয়োজন। করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কঠোর লকডাউন দিয়েছে সেখানে হাজারও মানুষের অংশগ্রহণে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এ অনুষ্ঠান করছেন।
 
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শ্রাদ্ধ অনুষ্ঠানে দীঘিনালা থানার ওসি উত্তম দেব, পার্বত্য জেলা পরিষদের সদস্য, আওয়ামীলীগ নেতাসহ প্রশাসনিক অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। খোঁজ নিয়ে দেখবেন তিনি।

এর আগেও গতবছর সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা দ্বৈত জন্মদিন পালন করে বিতর্কের জন্ম দেন। এ নিয়ে সংবাদ করার পর সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এ সাংসদ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions