থানচিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দিলো জেলা প্রশাসন

প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০২১ ০১:৫৯:৫৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১০:৩৫:২৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচির দুর্গম লাংরই হেডম্যান পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ ১৫ ম্রো পরিবারকে ত্রাণ দিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন। ত্রাণ হিসেবে প্রতি পরিবারের জন্য নগদ ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ শাখার  ভারপ্রাপ্ত কর্মকর্তা সিমন সরকার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং  থানচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম ।     

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে থানচি উপজেলার লাংরাউ পাড়ার ২৪ পরিবারের মধ্যে আগুনে ১৫টি পরিবারের ঘর পুড়ে যায়।  আগুনে কাপড় চোপড়, মালামাল, ধান-চালসহ আরো বিভিন্ন জিনিস পুড়ে নি:স্ব হয় অনেকেই ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions