বাঘাইছড়িতে র‌্যাবের অভিযানে হেফাজতের পলাতক আসামী হাছান ইমামকে আটক

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২১ ০৮:১১:২৫ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ১২:১৫:৫৯
 সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী এলাকায় র‌্যাব কমান্ডার  লেঃ কমান্ডার গোলাম মির্জার নেতৃত্বে  অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় ঢাকায় নাশকতা মামলার পলাতক আসামী হেফাজত ইসলামের সক্রিয় সদস্য হাছান ইমামকে আটক করা হয়।

শনিবার মধ্যে রাত আড়াইটায় বাঘাইছড়ি  আমতলী কবিরপুর বড় মাদ্রাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে আটক করে র‌্যাব। ভোর রাতে তাকে নিয়ে  ঢাকার উদ্দেশ্য রওনা করে র‌্যাব সদস্যরা।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

আটক হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে বেশ কিছু গাড়ীতে অগ্নি সংযোগ ও ভাংচুর চালায়। সে বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিলো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোন নিবন্ধন নেই দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions