গণমাধ্যমকর্মীদের নিজ দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভুমিকা রাখতে হবে : তথ্যমন্ত্রী

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২১ ১২:২৭:৩৮ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৭:২৩:০০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমকর্মীদের  সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি  উন্নত সমাজ  গঠনেও ভূমিকা রাখতে হবে,  সমাজে পশ্চাদপদ মানুষের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন দুয়েক একজনের অনৈতিক কাজের জন্য পুরো সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয় সেদিকে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে।

আজ শুক্রবার প্রেস ইনস্টিটিউট ( পিআইবির) বাংলাদেশের  উদ্যোগে রাঙামাটির কাপ্তাইয়ে সাংবাদিকতায়  ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ সময় রাঙামাটি জেলা  প্রশাসক মোহাম্মদ  মিজানুর রহমান  পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান,  বাসসের স্টাফ রিপোর্টার রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম,  পিআইবির প্রতিবেদক এবং কোর্স সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা  শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  তথ্য ও সম্প্রচার  মন্ত্রী ডঃ হাছান মাহমুদ ।

উল্লেখ্য, প্রশিক্ষণে কাপ্তাই, রাঙ্গুনিয়া, কাউখালি, রাজস্থলী এবং রাউজান উপজেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অংশ নিয়েছেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions