রাঙামাটিতে রাত ৮টার পর বন্ধ করে দেয়া হয়েছে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২১ ১২:৪৮:৩৬ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৫৯:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি জেলা প্রশাসনের রাত ৮টায় বেঁধে দেয়া সময়ের মধ্যে  দোকান ও হাট বাজার বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন শহরের বনরুপা, তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৮টার পর খোলা থাকা দোকান বন্ধ করে দেন। যারা নির্ধারিত সময়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেনি, তাদের সর্তক করে দেন। এছাড়া রাত ১০টার মধ্যে সবাইকে যার যার বাসায় চলে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের কোভিট সংক্রান্ত জরুরী সভায় পর্যটন স্পট বন্ধ, যাত্রীবাহি বাসে অর্ধেক যাত্রী পরিবহন, রাত ৮টায় দোকান বন্ধ ও ১০টার মধ্যে সবাইকে বাসায় ফিরতে নির্দেশনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এসব নির্দেশনা মানাতে রাঙামাটি জেলা প্রশাসন নানা রকম পদক্ষেপ নিয়েছে।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions