গ্রামীণ অর্থনীতি বিকশিত করতে প্রাণী সম্পদ বিভাগকে কাজ করার আহবান অংসুইপ্রু চৌধুরীর

প্রকাশঃ ০১ এপ্রিল, ২০২১ ০৮:১২:৪২ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১২:৫৪:৫৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ বিভাগের আহবায়ক কমিটির সমন্বয়সভা রাঙামাটি জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, পুষ্টি চাহিদা পূরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণীসম্পদ বিভাগ বিরাট ভূমিকা রাখতে পারে। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষেরা গবাদী প্রাণী বিশেষ করে হাসঁ, মুরগী, গরু, ছাগল ও শুকর পালন করে জীবিকা নির্বাহের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশে অবদান রাখছে। তিনি প্রাণিসম্পদ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে হাসঁ, মুরগী, গরু, ছাগল ও শুকর পালনে উন্নত পদ্ধতি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে তিনি প্রাণীসম্পদ বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions