খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে ফুটবল টুর্ণামেন্ট

প্রকাশঃ ১৬ মার্চ, ২০২১ ০৫:৪৯:৩৭ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১০:৪৫:৩৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে আগামীকাল থেকে শুরু হচ্ছে ফুটবল টূর্ণামেন্ট। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা এ টূর্ণামেন্ট আসরের আয়োজন করছে। টূর্ণামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ক্রীড়া সংস্থা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস, পুলিশ সুপার আব্দুল আজিজ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধুর যে রূপকল্প ছিল সেটি বাস্তবায়নে হলে অনেক আগে পাল্টে যেতো এ জনপদের দৃশ্যপট। তারপরও তার সুযোগ্য কন্যার হাত ধরে এগোচ্ছে এ জনপদের উন্নয়ন। যার ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

আগামীকাল বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকীতে খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হওয়া টূর্ণামেন্টে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় নাম লিখিয়েছে জেলার ১৬ টি ক্লাব।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions